Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

মূখ্য পরিদর্শক, পাট অধিদপ্তর, মাগুরা এর সাম্প্রতিক বছরসমূহের (৩বছর) প্রধান অর্জনসমূহ:-

বিগত ৩ বছর পাট আইন ২০১৭ এর অধীন ১০০৫ সংখ্যাক লাইসেন্স ইস্যু ও নবায়নের মাধ্যমে ৮,২২,৫০০/- রাজস্বা আদায় হয়েছে। চাহিদা বৃদ্ধি পাওয়ায় বিগত ৩ বছরে প্রায় ৮৭৬৭১ এক জমিতে ৪৩৮৩৫৫  বেল পাট উৎপাদিত হয়েছে।পণ্যের কৃত্রিম মোড়কের ব্যবহার জনিত কারণে সৃষ্ট পরিবেশ দূষণ রোধ কল্পে বাধ্যতামূলকভাবে পাটজাত মোড়কের বাধ্যতামলক আইন ২০১০ এবং বিধিমালা ২০১৩ মোতাবেক ১৯টি পণ্য হলুদ, মরিচ, চিনি, ভূট্টা, গম, চাল, ধান, পল্ট্রি ফিড, ফিসফিড, খুদ, কুড়া, আটা, ময়দা, ধনিয়া, আলু, ডাল, রসুন, আদা, পিয়াজ, মোড়ককরণে আইন অমান্যকারীদের বিগত ৩ বছরে ৪৫টি ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ১,৩৩,১০০/- অর্থদন্ড তথা রাজস্ব আয় হয়েছে।পাট আইন ২০১৭ এবং দি জুট লাইসেন্সি এন্ড এনফোর্সমেন্ট এর আলোকে ১৫ মামলা বাবদ ৬৩০০/- রাজস্ব আদায় হয়েছে।পাটের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির পাটচাষ সম্প্রসারণ, পাটের গুণগতমান উন্নয়ন, পাট শিল্পের বিকাশ ও পাটজাত পণ্যের ব্যবসা তদারকী কার্যক্রম পরিচালনা করা।