Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে :

ক । পাট আইন, ২০১৭, দি  জুট লাইসেসিং এন্ড এনফোর্সমেন্ট ১৯৬৪ এবং পণ্যের পাটজাত মোড়কের বাধ্যতামুলক ব্যবহার আইন, ২০১০  ও বিধিমালা-২০২৩ প্রয়োগ ও বাস্তবায়ন করা।

খ। পণ্যের পাটজাত মোড়কের বাধ্যতামুলক ব্যবহার আইন, ২০১০  ও পণ্যের পাটজাত মোড়কের বাধ্যতামুলক ব্যবহার বিধিমালা-২০২৩ প্রয়োগ ও বাস্তবায়ন করা।

গ। পাট ও পাটজাত পণ্যের ব্যবহার , বিভিন্ন প্রকার লাইসেন্স প্রদান

ঘ। পাট আবাদি জমির পরিমাণ, পাঠ উৎপাদনের পূর্বভাস ও পূর্ববর্তী বছরের তুলনামুলক পরিসংখ্যান সংগ্রহ, সংকলন, সরবরাহ ও সংরক্ষণ ।

ঙ। রপ্তানীকারক ও পাটকলসহ পাট ও পাটজাত পণ্য ব্যবসায়ীদের কর্মকান্ড পর্যবেক্ষণ, বাজার পরিস্থিতি সংক্রান্ত তথ্য সংরহ ও সরকারকে অবহিতকরণ।

চ। পাট ও পাটজাত পণ্য উৎপাদন, বিপণন ও রপ্তানী সংক্রান্ত বিষয়ে পরিসংক্ষাণ সংগ্রহ ও প্রচার।

ছ। সরকার কর্তৃক প্রদত্ত অন্যান্য কার্যক্রম ও বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন।